টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ঐতিহ্যবাহী উপেন্দ্র সরোবর দিঘীতে গোসল করতে গিয়ে ১ শিশুর মৃত্যু হয়েছে।
২০ জুলাই সোমবার অনুমানিক দুপুর ১২ টা এর সময় শিশুটি বন্ধুদের সাথে দিঘির উত্তর চালার বড় ঘাটে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, শিশুটি কাঠুরী গ্রামের হোসেন মিয়ার মেয়ে শ্রাবণী(১০)। প্রতি দিনের মত আজকেও বন্ধুদের সাথে দিঘীতে গোসল করছিল, হঠাৎ শ্রাবণীর বন্ধুরা লক্ষ করে সে তাদের আশেপাশে সে নেই। এতে ওরা চিন্তিত হয়ে আশেপাশের লোকজনকে বিষয়টি জানালে তারা অনেক খোঁজা-খুঁজি করে শ্রাবণীকে পানির নিচে থেকে উদ্ধার করে। পরে তাকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।