নগরীর ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড বান্ডেল সেবক কলোনিতে তিনটি এবং ৩৩ নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের সেবক কলোনীতে চারটি পরিচ্ছন্ন কর্মী নিবাস নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। এর মধ্যে বান্ডেল সেবক কলোনির ভবন-১ ও ভবন-২ প্রতিটির নির্মাণ ব্যয় ২৯ কোটি ৯৯ লাখ ২৩ হাজার ৭২১ টাকা করে। ভবন-৩ নির্মাণে ব্যয় ২৮ কোটি ৪৪ লাখ ৪০ হাজার ৮০১ টাকা। অপরদিকে ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের পরিচ্ছন্ন কর্মী নিবাসটি নির্মাণে ব্যয় করা হচ্ছে ২১ কোটি ৯৩ লাখ ৫৩ হাজার ৪০০ টাকা। মাননীয় প্রধানমন্ত্রীর নিজ উদ্যোগে গৃহিত দেশ ব্যাপী পরিচ্ছন্ন কর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের অধীনে প্রায় ১১১ কোটি টাকা ব্যয়ে চারটি ভবন নির্মাণ কাজ শুরু হচ্ছে। ১৪ তলা বিশিষ্ট প্রতিটি ভবনে দু’টি বেড রুম, লিভিং কাম ডাইনিং স্পেশ, কিচেন ও ওয়াশ রুম থাকবে। ভবনের নীচতলায় একটি স্কুল, কমিউনিটি সেন্টার, কিডস জোন, উপাসনালয়, ২টি লিফটসহ আধুনিক সুযোগ সুবিধা থাকবে। গতকাল ২০ জুলাই সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন চারটি ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত উদ্যোগে চট্টগ্রাম নগরীর পরিচ্ছন্ন কর্মীদের জন্য অত্যাধুনিক আবাসিক ভবন নির্মাণ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আমার নিবেদনে সাড়া দিয়ে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও প্রকল্প প্রস্তাবনা পত্র চার বার কাটছাট করে তা চূড়ান্ত অনুামোদন দিয়েছেন।তিনি আরো বলেন, পরিচ্ছন্ন কাজের গতি বাড়াতে ডোর টু ডোর আবজর্না সংগ্রহে প্রায় ২ হাজার পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দেয়া হয়েছে। এই নিয়োগে সেবক কলোনীর কর্মীদের অগ্রাধিকার দেয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে ডোর টু ডোর কার্যক্রমে নিয়োজিতদেরকে পরিচয় পত্র প্রদানের ব্যবস্থা করা হবে।
৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহর লাল হাজারী ও ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিল্পবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন, আলহাজ্ব ইসমাইল বালী সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, লুৎফুন্নেছা দোভাষ বেবী, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, তত্তবধায়ক প্রকৌশলী মনিরুল হুদা, ঝুলন কান্তি দাশ, নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম , সহকারী প্রকৌশলী সালমা বেগম, মো. মিজবাউল আলম, মো. রিফাতুল আলম, উপ-সহকারী প্রকৌশলী তানজিম ভূইয়া, ঠিকাদার আশীষ কুমার দাশ, দিদারুল আলম, সায়েম রিজভীসহ হাজী নাসির আহমেদ, হাজী মাহমুদুর রহমান বাবুল, মোহাম্মদ ইসহাক মিয়া, মঞ্জুর আলম,মঞ্জুর মোরশেদ, ছগির আহম্মদ, মোহাম্মদ ইউনুস, খোরশেদ আলম রহমান, তাজউদ্দিন রিজভী, তানভীর আহমেদ রিংকু, জাহাঙ্গীর আলম, খালেক হোসেন, আব্দুল আজিজ, মো তাজউদ্দিন, এনামুল হক, আব্দুল মতিন, আব্দুল গফুর সুমন, মো. মহিউদ্দিন, অসিউর রহমান, মো. পারভেজ, নুরুল আজিম, আকতার মিয়া, সরওয়ার সরকার, সামিউল হাসান, মো. আজম, অনিন্দ্য দেব, মো. নজরুল,মো. নাবেদ প্রমুখ উপস্থিত ছিলেন।