মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরিচা ঘাট পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বন্যা কবলিত ও নদী ভাঙ্গন এলাকার মানুষজন চরম দুর্ভোগে পড়েছে। অপরদিকে প্রতিদিন নতুন নতুন এলাকায় পানি ঢুকছে হুু-হু করে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব।
সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, দৌলতপুর উপজেলার জিয়নপুর, চরাঞ্চল বাচামারা, বাঘুটিয়া, চরকাটারি ও খলশি ইউনিয়নের বিশনোপুর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বেশির ভাগ ঘর-বাড়িতে পানি উঠায় গৃহপালিত পশু-পাখি নিয়ে বিপাকে পড়েছেন এসব আঞ্চলের মানুষ।
এসব এলাকার রাস্তাঘাট তলিয়ে পানিবন্দি হয়েছে পড়েছে ১০ হাজার মানুষ । খাদ্য সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ভাংগন কবলিত মানুষ ও স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, ভাংগনরোধে স্থায়ীভাবে কোন ব্যবস্থা না নেওয়ায় প্রতিবছরই বর্ষায় তীব্র ভাংগন দেখা দেয়। ভাংগনরোধে ব্যবস্থা নেওয়ার দাবী জনপ্রতিনিধিদের।
জেলা প্রশাসন থেকে ভাংগন কবলিত মানুষদের খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।