টাঙ্গাইল বাসাইলে গ্রাম সালিশে খুন হওয়া নির্মাণ শ্রমিক আব্দুল্লাহর মেয়ে সাদিয়া আক্তারের লেখাপড়াসহ বিয়ের আগ পর্যন্ত যাবতীয় খরচের দায়িত্ব নিয়েছেন এমপি জোয়াহেরুল ইসলাম জোয়াহের। গত মঙ্গলবার দুপুরে আব্দুল্লাহর হত্যাকারীদের ফাঁসির দাবিতে উপজেলার সোনালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিবাদ ও শোক সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি ওই মেয়েকে পাঁচ হাজার টাকাও দেন। বাসাইল-সখীপুর আসনের এমপি জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের বলেন, সালিশি বৈঠকে শান্তিপূর্ণভাবে সমাধান হওয়ার পরও পরিকল্পিতভাবে সহজ সরল ও গরিব আব্দুল্লাহকে হত্যা করা হয়েছে। হত্যা নিশ্চিত না করা পর্যন্ত তারা এলাকা ছাড়েনি। এ হত্যার তীব্র নিন্দা জানাই। হত্যাকারীরা যে দলেরই হোক না কেন ও যতই প্রভাবশালী হোক তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি। তিনি আরো বলেন, নিহত আব্দুল্লাহর মেয়ের লেখাপড়াসহ যাবতীয় দায়িত্ব আমি নিয়েছি। বিয়ে না দেয়া পর্যন্ত তার সব খরচ আমি বহন করবো। আব্দুল্লার ছেলের দায়িত্ব বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজি অলিদকে নিতে বলেছি। এছাড়া তার স্ত্রীর জন্য বিধবাভাতার কার্ড ও অন্যান্য সুবিধা দেয়ার আশ্বাস দেন তিনি।