জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে নরসিংদীর পলাশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপির উদ্যোগে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ রবিবার সকালে পলাশ উপজেলা আনসার ভিডিপি’র কার্যালয়ের সামনে পলাশ উপজেলা চেয়ারম্যান সৈযদ জাবেদ হোসেন এই কর্মসূচির উদ্বোধন করে আনসার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার রুমাানা ইয়াসমিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার,সেলিনা আক্তার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: নুরুল ইসলাম পাঠান, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক সাখাওয়াত হোসেন ও প্রশিক্ষিকা আয়েশা আক্তার আক্তার প্রমুখ।