মানিকগঞ্জের দৌলতপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরীর দিক নির্দেশনায় রবিবার সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপন ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করা হয়।
এ বৃক্ষরোপন ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুভ উদ্বোধন করেন, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারী।
এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার রুবি আক্তার, আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ শহিদুল ইসলাম, দৌলতপুর প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এ.বি.খান বাবু প্রমুখ।
বৃক্ষরোপন অভিযান শেষে আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।