আজ প্রচন্ড গরম থাকায় তানোর পৌরসভার বিভিন্ন স্থানে শিশু -কিশোর ও পথচারীদের মাঝে জুস, বিস্কুট, চিপস, ঠান্ডা পানি ও অন্যান্য শিশু খাদ্য সামগ্রী বিতরন করেন আগামী তানোর পৌর দলীয় মেয়র সম্ভাব্য প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, তরুণের আইডল ও এমপি আলহাজ ওমর ফারুক চৌধুরীর আস্থাভাজন জনাব আবুল বাশার সুজন।
শুধু,চাল,ডাল,আর্থিক সহায়তায় ও অনুদান না এবার ব্যতিক্রমী কিছু করছেন তিনি ।
সুজন বলেন প্রচন্ড এই গরমে অনেক মানুষ পেটের দায়ে রাস্তায় বের হচ্ছে ও অনেক শিশু রাস্তা দিয়ে চলাফেরা করছে তাই তাদের ক্লান্ত মুহূর্তে হালকা কিছু সামগ্রী দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। কারণ তানোর পৌরবাসী আমার পরিবার ও সংসার আর সংসারের ছোট বড় সকলকে দেখার দায়িত্ব আমার।
আর এই দায়িত্ব থেকে আমি কোনদিন পিছপা হব না ইনশাআল্লাহ।
এসময় তিনি পৌরসভার বিভিন্ন স্থানে লোকজনের খোঁজ খবর নেন এবং করনা ভাইরাসের হাত থেকে মুক্তি পেতে দেশবাসীর জন্য সকলের কাছে থেকে দোয়া চান।