সরিষাবাড়ীতে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে।গত তিন দিনের ব্যবধানে যমুনা সহ অনান্য নদ-নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। বিপদ সীমার ১২২ সেঃ মিঃ উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে।যার ফলে সরিষাবাড়ী পৌর এলাকা সহ ৮টি ইউনিয়নের শতাধিক গ্রাম বন্যার পানি ডুকে পড়ায় দুই লক্ষাধিক মানুষ পানি বন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে। বিশেষ করে চরাঞ্চলের মানুষের দূভোর্গ চরমে পৌছেছে।গত ২৪ ঘন্টার ব্যাবধানে আলহাজ্ব জুট মিল,এ আর জুট মিল, পপুলার জুট মিল,কে এইচ বি ফাইবার্স, মিমকো জুট মিল সহ সকল পাটক্রয় কেন্দ্রসহ সরিষাবাড়ী হাসপাতাল, ফায়ার সার্ভিস,রেলওয়ে ষ্ট্রেশন সরিষাবাড়ী শিমলা বাজার কেন্দ্রীয় বাসষ্ট্যান্ড,খাদ্য গুদাম, সরিষাবাড়ী থানা আরামনগর বড় বাজার,শিমলা বাজার বাউসী বাজার সহ সর্বত্রই বন্যার পানি প্রবেশ করেছে। যার ফলে নিচু এলাকার বাসা বাড়ীর লোক জন পড়েছে বিপাকে। বন্ধ হয়ে গেছে ব্যাবসা প্রতিষ্টান গুলো। কর্মহীন হয়ে পড়েছে ব্যাবসায়ী ও নিম্ন আয়ের মানুষেরা। বান ভাসী এলাকায় বিশুদ্ধ পানি ও রান্না সংকটে খাদ্যভাবে পড়েছে অনেকেই। তলিয়ে গেছে রেল লাইন। ভেঙ্গে গেছে কাচা ও পাকা রাস্তা। অপর দিকে ভেঙ্গে গেছে কাওয়ামারা বেড়ি বাধ ও ভাটারা ইউনিয়নের ভাটারা দক্ষিণপাড়া পশ্চিমপাড়া কাচা দুইটি রাস্তা ভেঙ্গে গেছে। হুমকির মুখে পোগলদিঘা বেড়ি বাধ। ফলে বিঘ্নিত হচ্ছে যোগাযোগ ব্যাবস্থা। এ অবস্থা অব্যাহত থাকলে দুর পাল্লার যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়বে।