প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরাঞ্চলের জিয়নপুর ইউনিয়নের নদী ভাঙ্গন ও বন্যা কবলিত দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিসিবির পরিচালক এ. এম. নাঈমুর রহমান দুর্জয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার আমতলী হাই স্কুল মাঠে নদী ভাঙ্গন ও বন্যা কবলিত ২০০ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও মাস্ক বিতরণ করেন প্রধান অতিথি মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিসিবির পরিচালক এ. এম. নাঈমুর রহমান দুর্জয় । এছাড়া তিনি বিভিন্ন স্থানে যমুনা নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনের পাশাপাশি ভাঙ্গন রোধে চলমান কাজের পরিদর্শন করেন।
এসময় দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ , উপজেলা ভাইস-চেয়ারম্যান নাসির উদ্দিন আবুল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মমিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. আজিজুল হক, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সাবেক আ:লীগের সাধারন সম্পাদক মো. ফরিদ আহম্মেদ, বাচামারা ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, জিয়নপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক শওকত আলী খান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ আব্বাস আকাশ, শাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক তানভীর রাহী, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হুমায়ন কবির, যুগ্ম আহবায়ক ফয়জুল হাসান নাজমুল,উপজেলা ছাত্রলগের সভাপতি নাসির উদ্দিন ,সাধারন সম্পাদক মো: আতোয়ার রহমানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।