মুজিব বর্ষের আহবান লাগাই গাছ বাড়াই বন এই শ্লোগান কে সামনে রেখে বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় রাজশাহী তানোর উপজেলায় বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
তানোর উপজেলা হলরুমে ১৬ই জুলাই ২০২০ইং বৃহস্পতিবার দুপুর ১:৩০ মিনিটে তানোর উপজেলা বন বিভাগের উদ্যোগে এ আয়োজনে করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বন বিভাগের কর্মকর্তা জনাব মোঃ শাকীক হায়দার, তারই সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় সাংসদের আস্থাভাজন ব্যক্তিত্ব তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তানোর থানা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি জনাব মোঃ লুৎফর হায়দার রশিদ ময়না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব আবু বাক্কার, জেলা পরিষদের সদস্য এ্যাডঃ মুস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শরীফ খান, কৃষি কর্মকর্তা সামিউল ইসলাম, চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, তালন্দ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, কামারগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বি ফরহাদ, তালন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু, সরনজাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ, পৌর আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক মাহবুব আলম জুয়েল, বঙ্গবন্ধু সৈনিক লীগের থানা সভাপতি বদিউদজামান নয়ন, তানভীর, রিয়াদ, প্রমূক।
প্রধান অতিথির বক্তব্যে ময়না বলেন গাছ আমাদের দেশের অমূল্য সম্পদ, পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নাই অর্থনীতিতেও গাছের ভূমিকা অপরিসীম তাই আমরা গাছকে অবহেলা না করে নিজের সন্তানের মতো গাছকে মানুষ করি। তাহলেই আমরা আমাদের পরিবেশকে সুন্দর ও সুরক্ষিত রাখতে পারবো বলে মনে করি।