রাজশাহীর চারঘাটের মোক্তারপুর এলাকায় পদ্মা নদীতে দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি রাজনৈতিক মহল অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।
এমন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে চারঘাট উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দা সামিরার নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) আনিসুর রহমান, চারঘাট নৌ পুলিশ ফাড়ির ইন্সেপেক্টর মনিরুল ইসলাম ও মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মোক্তারপুর এলাকায় পদ্মা নদী থেকে এক মোজা থেকে অন্য মোজায় অবৈধভাবে বালু উত্তোলনের ব্যবহৃত তিনটি শ্যালো মেশিনসহ একজনকে আটক করে। আটককৃত ব্যক্তি মোক্তারপুর গ্রামের ননীর ঢালান এলাকার নূর ইসলামের ছেলে কলোম আলী (৩৫)।
আটককৃত ব্যাক্তিকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃত ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা।