মানিকগঞ্জে যমুনা নদীতে পানি বাড়ার সাথে শুরু হয়েছে দৌলতপুর উপজেলার ৮টি ইউনিয়নের মধ্য ৫টি ইউনিয়ন বাচামারা, চরকাটারি, বাঘুটিয়া, খলশি ও জিয়ানপুরে ব্যাপক নদী ভাংগন।
এরই মধ্যে যমুনার ভাংগনের শিকার হয়েছে অনেক বাড়িঘর সহ শিক্ষা প্রতিষ্ঠান। ভাংগনের মুখে রয়েছে আরো বহু ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলী জমিসহ বিস্তীর্ন জনপদ।
গত দুই সপ্তাহে যমুনার ভাংগনে দৌলতপুর উপজেলার চারটি ইউনিয়নে এরই মধ্যে প্রায় ২৫টি বসতবাড়ি নদী গর্ভে বিলিন হয়ে গেছে। ভাংগনের মুখে পড়েছে জিয়নপুর ইউনিয়নের লাউতারা গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়ন কেন্দ্র, চরকাটারি সবুজসেনা বহুমুখী উচ্চ বিদ্যালয় সহ আরো বহু বাড়িঘর, হাটবাজার, ফসলী জমি। ভাংগন কবলিত এলাকার মানুষ এখন দিশেহারা হয়ে পড়েছে।
জনপ্রতিনিধিরা বলছেন, ভাংগন রোধে স্থায়ী ব্যবস্থা না নেওয়ায় প্রতি বছরই বর্ষায় ভাংগন দেখা দেয়। আর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, ভাংগন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে। আর স্থায়ী ব্যবস্থা গ্রহনের জন্য প্রক্রিয়া চলছে।
জেলা প্রশাসন থেকে ভাংগন কবলিত মানুষদের খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।