না ফেরা দেশে আগরতলা ষড়যন্ত্র মামলার পরিচালনা কমিটির আহ্বায়ক জাতীয় বীর ও বঙ্গবন্ধুর অত্যন্ত সহচর কালীগঞ্জের শহীদ মো : ময়েজউদ্দিনের ছোট ভাই মোক্তারপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মো. তমিজউদ্দিন (৯০)। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম মো. তমিজউদ্দিন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপির চাচা। তাঁর চাচার মৃৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি তিনি গভীর শোক ও সমবেদনা জানান।
কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়হরা গ্রামে বাদ আছর মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে পরিবারের সূত্রে জানা যায়।