নগরীর চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ জন শিক্ষার্থীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহার বিতরণ করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। আজ ৯ জুলাই বিকালে চর চাক্তাই স্কুল মাঠে অনুষ্ঠিত উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি শিক্ষার্থীদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেন। এসময় মেয়র প্রত্যেক শিক্ষার্থীদের হাতে একটি করে সাবানও প্রদান করেন। এসময় মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, নগর আওয়ামী লীগ সদস্য বেলাল আহমদ, নগর যুবলীগ নেতা লিটন রায় চৌধুরী, বকসির হাট ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এস এম মামুনুর রশিদ মামুন, লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান, বিপনী বিতান দোকান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, মোঃ মিজান, শ্রমিক লীগ নেতা আবু বক্কর হারুণসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।