রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মহীন ও নিন্ম আয়ের মানুষের মাঝে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এর পক্ষ থেকে সকল কাউন্সিলরবৃন্দ মহানগরীর প্রতিটি ওয়ার্ডে পরিবার প্রতি ১০ কেজি করে সরকারি চাল বিতরণ করছেন।
এরই ধারাবাহিকতায় ৭ম ধাপে আজ ০৭ জুলাই ২০২০ সকাল ১০টা হতে ৫০০ জনকে ১০ কেজি করে চাল বিতরণ করেন ১৪ নং ওয়ার্ডের সম্মাানিত কাউন্সিলর জনাব মোঃ আনোয়ার হোসেন আনার।
সামাজিক দূরত্ব বজায় রেখে নারী পুরুষ আলাদা লাইনে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, উপপরিচালক, প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগ, রাজশাহী, তেরখাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লিয়াকত কাদির কুমকুম, ১৪ নং ওয়ার্ড (পূর্ব ) আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল খালেক ও ১৪ নং ওয়ার্ড সচিব মোঃ শাহজাহান আলী ।