বোশেখ মানে
ঘাসের মাথায়
সবুজ পাতায়
বৃষ্টি নামা
বোশেখ মানে
নতুন হাওয়া
পান্তা খাওয়া
রঙিন জামা।
বোশেখ মানে
চড়ুইভাতি
খেলায় মাতি
ঘুড়ি উড়াই
বোশেখ মানে
গ্রাম্য মেলা
মেঘের খেলা
প্রাণটা জুড়াই।
বোশেখ মানে
সবাই মিলে
আকাশ-নীলে
ঘুড়ির মেলা
বোশেখ মানে
বাউল সুরে
অনেক দূরে
সুখের ভেলা।