এইসেইঅসহায়মেয়েজ্যোতি যে লকডাউনে নিজ বাবাকে ১৫০০কিলোমিটার সাইকেল চালিয়ে বিহারে নিজের গ্রামে পৌঁছিয়ে ছিলো।যার প্রশংসায় ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইবাঙ্কা ট্রাম্প ট্যুইট করেছিলেন এবং ভারত সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করেছিলেন,জ্যোতিকে যেন আন্তর্জাতিক স্তরের সাইকেল প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা হয়।
ইবাঙ্কা ভুলে গিয়েছিল এইটা ইন্ডিয়া এখানে গরীর নীচু জাতের বাবার মেয়ের বড় হওয়ার কোনো অধিকার নেই। এইভাবেই তাদের মরতে হয়,এই ভাবেই গণধর্ষণ করে তাদেরকে মারা হয়। ঐ সময় কিন্তু সারা দেশ বাহবা দিয়েছিল জ্যোতিকে।
গতকাল_উচ্চবর্ণের এক ধর্ষক অর্জুন মিশ্রা ও তার বন্ধুরা মিলে ওকে গনধর্ষণ করে হত্যা করে তারপর ওকে মাঠে ছুঁড়ে ফেলে দেয়।