টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরনখোলা ইউনিয়নের কাকরাইদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্ভোধন করা হয়েছে। রবিবার (৫ জুলাই) সকালে
মধুপুরের কাকরাইদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজেরর শুভ উদ্বোধন করেছেন সম্মিলিতভাবে মধুপুর উপজেলার কয়েকজন ইউপি চেয়ারম্যান। উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন মধুপুর উপজেলার ৩ নং বেরীবাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জুলহাস উদ্দিন, অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও অরনখোলা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম, বুরো বাংলাদেশ অফিসের সহকারী ম্যানেজার মোঃ জহিরুল ইসলাম, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্য ও শিক্ষক বৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। উদ্ভোধন শেষে বিশেষ মোনাজাত করা হয়।