টাঙ্গাইল সদর উপজেলার ৯নং কাকুয়া ইউনিয়নের চরপৌলী হাটখোলার (বর্তমানে নদীতে) পূর্ব পাশে প্রায় ৬০ লক্ষ টাকা ব্যয়ে একটি ব্রীজ নির্মান করা হয়, ব্রীজটি যখন নির্মান করা হয় তখন নদী ছিলো ব্রীজের সিমানা থেকে আনুমানিক ১০০ গজ পশ্চিমে, নদীভাঙ্গন দেখেও কর্তৃপক্ষ দায়সারা ভাবে ব্রিজটি নির্মান করে, এই ব্রিজটির বিষয়ে জনপ্রতিনিধি দেরও যেন দেখার বিষয় ছিল না। ২ বছর না হতেই বর্তমানে ব্রীজটি নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে। জনগণের অর্থে আমাদের দেশ পরিচালিত হয় সে অর্থ কোথায় কীভাবে ব্যয় হয় তা যেন জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি দের দেখার দায়িত্ব নাই বললেই চলে।????