করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত, স্বাস্থ্যবিধি মেনে চলা ও জরুরি ওষুধের মূল্য নিয়ন্ত্রনের উপর নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ও পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন এর নির্দেশনায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে স্থানীয় উপজেলা প্রশাসন। আজ শনিবার (৪ জুলাই) সকাল থেকে পলাশ উপজেলার খানেপুর বাজার, ওয়াপদা গেইট, ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতু এলাকা ও ঘোড়াশাল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। মোবাইল কোর্টের অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম ও পুলিশ সার্বিক সহযোগিতা করেন। এসময় সরকারি আইন অমান্য করায় ৬ মামলায় ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জানান, উপজেলার কয়েকটি বাজার ও সড়কে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় সামাজিক দূরত্ব না মানায় এবং সরকারের নির্দেশিত শর্তসমূহ ও স্বাস্থ্যবিধি লংঘন করায় ৬ মামলায় অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সরকারের নির্দেশনা সমূহ বাস্তবায়নে মোবাইল কোর্টের এ অভিযান অব্যাহত থাকবে।