টাঙ্গাইলের ধনবাড়ীতে সরকারি আদেশ অমান্য করাসহ স্বাস্থ্য বিধি না মেনে চলাচল করায় ৬ এপ্রিল বিকাল ৪ ঘটিকায় ধনবাড়ী উপজেলা সদর বাজার ও বীরতারা ইউনিয়নের কেন্দুয়া বাজার, রাজার হাট বাজার, বাজিতপুর বাজার, বানিয়াজান ইউনিয়নের বটতলা বাজার, জামতলী বাজার, নহরা বাজারের সকল ব্যবসায়ী গণকে উপস্থিত করে সকল ব্যবসায়ীদেরকে বিকেল ৪ টার পর দোকান বন্ধ করা ও সন্ধ্যা ৬ টারপর বাড়ী থেকে বের না হওয়ার সচেতন করেন। ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ শামছুল আরেফীন।
পাশাপাশি সরকারি নিদের্শনা মোতাবেক শর্ত সাপেক্ষে সার্বিক কার্যাবলি চলাচলে নিষেধাজ্ঞা প্রতিপালনসহ স্বাস্থ্য বিধি মেনে চলতে অনুরোধ করা হয়। সরকারি নিদের্শনা ও স্বাস্থ্য বিধি না মানলে আইনের আওতায় আনা হবে। এছাড়া স্বাস্থ্য বিধি না মানায় তাৎক্ষণিক মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী থানার অফিসার ইনর্চাজ মোঃ চান মিয়া, বীরতারা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা নির্বাহী অফিসারের সিএ মোঃ আলমগীর কবির এবং অত্র এলাকার ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।