গত ১/৪/২০২১ ইং তারিখে বিকাল আনুমানিক ৫ টার দিক দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার আমবাড়ি এর বড়দল গ্রামের শরপাহার পুকুর খনন করার সময় প্রাচীনকালের একটি কষ্টি পাথরের বহু মূল্যবান মূর্তি পাওয়া গেছে।
এর আগে, দিনাজপুরের বোচাগঞ্জে পুকুর খনন করার সময় ১৪ কেজি ২৮৫ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি (বরাহ অবতার) উদ্ধার করা হয়। রবিবার সকালে বোচাগঞ্জ উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়ন থেকে এ মূর্তি উদ্ধার করে উপজেলা প্রশাসন।
জানা যায়, ওই ইউনিয়নের বালিহারা গ্রামের মো. নুরন্নবী চোধুরী জামানের পুকুর খনন করার সময় শ্রমিকরা কষ্টি পাথরের মূর্তিটি দেখতে পায়। ধারণা করা হচ্ছে এটি শত বছরের পুরনো। বিষয়টি সঙ্গে সঙ্গে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি সেখানে গিয়ে মূর্তিটি উদ্ধার করেন।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পাল বলেন, দেখে মনে হচ্ছে এটি বরাহ অবতারের কষ্টি পাথরের মূর্তি। পরীক্ষা-নিরীক্ষার জন্য মূর্তিটি দিনাজপুর জেলা প্রশাসকের ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে।