কিশোরগঞ্জের কুলিয়ারচরে রাবেয়া-হামিদ মেমোরিয়াল ফাউন্ডেশন নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী- ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের নোয়াগাঁও বাসস্ট্যান্ড বাজার মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
রাবেয়া-হামিদ মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি লায়ন মশিউর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইলহাম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া।
খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. এনামুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, ছয়সূতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হীরা মিয়া সরকার, বীর মুক্তিযোদ্ধা লায়ন মো. আলী আকবর খাঁন, কুলিয়ারচর পৌর কাউন্সিলর মো. সেলিম ক্বারী ও কুলিয়ারচর ডিগ্রি কলেজের সাবেক ভিপি মো. ইকবাল হোসেন প্রমুখ।
নকআউট সিস্টেমে উক্ত নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টে ১৬ দলের অংশগ্রহণ শেষে ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেণ সাইফুল ইসলাম ফাউন্ডেশন বনাম নোয়াগাঁও নাইট রাইডার্স। খেলায় বিজয়ী হয়েছে নোয়াগাঁও নাইট রাইটার্স।
খেলা শেষে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন