দিনাজপুরের নবাবগঞ্জের গোবিন্দগঞ্জ টু দিনাজপুর মহাসড়কের মতিহারা তুলসীগঙ্গা ব্রিজে দুই দিনে দুইটি ট্রাক দুর্ঘটনার শিকার। গত রবিবার চট্রগ্রাম টু পঞ্চগড় যাওয়ার পথে কয়লা বোঝাই ট্রাক ( ঝিনাইদহ ট-১১-১৩৭৯) ব্রিজের পাশে দিয়ে নদীতে পড়ে যায়. ঘটনাস্থলেই মারা যায় ট্রাকের ড্রাইভার আহত হন হেলপার। আজ সোমবার গোবিন্দগঞ্জ টু দিনাজপুর যাওয়ার পথে একই স্থানে একটি সিমেন্টের ট্রাক ( ঢাকা মেট্টো ট ২২-৭০৬৬) দিবাগত রাত ১ টায় অর্ধেক ব্রিজের পোল ভেঙে নদীতে পড়ে যায়। মারাত্মক দুর্ঘটনা হলেও সিমেন্টের ট্রাকের হেলপার এবং ড্রাইভার দুজনে প্রাণে বেঁচে যায়। এ যেনো একই ঘটনার পুনরাবৃত্তি। হেলপার জানায় যখন আমরা গাড়ি নিয়ে ব্রিজে উঠি তখন আমরা তিনটি রাস্তা দেখতে পাই। আল্লাহ নিজ হাতে আমাদের বাঁচিয়েছে। স্থানীয় রিমন বলেন, ব্রিজের নিকট কোন লাইট, সতর্কতামুলক ফলক বা সংকেত, স্প্রীড ব্রেকার নেই আর আগের চেয়ে রাস্তা বড় হওয়ায় ব্রিজটি এখন সরু হয়েছে এবং ঝুকিপূর্ণ অবস্থায় আছে। এ ব্যাপারে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান সত্যতা নিশ্চিত করেন।