সময় যত গড়াচ্ছে করোনার ভয়াবহতা ব্যপকহারে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে,শহর পেরিয়ে গ্রাম থেকে গ্রামান্তরে।
৩০ জুন ২০২০, সিভিল সার্জন অফিস টাংগাইল কর্তৃক সর্বশেষ তথ্য অনুযায়ী টাংগাইল জেলায় নতুন করে ৪০ জনের দেহে করোনা পজিটিভ।
এর মধ্যে টাংগাইল সদরে ১৭ জন,মির্জাপুরে ১১ জন,গোপালপুর ও দেলদুয়ারে ৪ জন করে,ঘাটাইল ২ জন,নাগরপুর ও কালিহাতীতে একজন করে শনাক্ত হয়েছে।
টাংগাইলে সর্বমোট করোনায় আক্রান্ত ৬১২ জন।
দেশে রেকর্ড ৬৪ জনের মৃত্যুর দিনে,
#করোনাভাইরাস_আপডেট
.
নমুনা পরীক্ষা – ১৮৪২৬
.
নতুন শনাক্ত – ৩৬৮২
আক্রান্তের হার – ১৯.৯৮%
মোট শনাক্ত – ১৪৫৪৮৩
.
নতুন মৃত্যু – ৬৪ ***
মোট মৃত্যু – ১৮৪৭
.
নতুন সুস্থ – ১৮৪৪
মোট সুস্থ – ৫৯৬২৪
.
সুত্রঃ স্বাস্থ্য অধিদপ্তর