প্রশান্ত কুমার (রাজারহাট প্রতিনিধি) রাজারহাট থানার পুলিশ কনস্ট্রেবল রতন কুমার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আইসোলেসনে ভর্তি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। উল্লেখ্য ডাক্তাররা পরিক্ষান্তে তার শরীরে করোনা পজিটিভ পাওয়ার রিপোর্ট প্রদান করেছেন। রাজারহাট উপজেলার জনগন
তার দ্রুত রোগ মুক্তি কামনা করছে।
কনস্টবল নম্বর ৪২৬, শ্রী রতন কুমার (২৮)
পিতা-সুনিল কুমার রায়
বিপি ৯১১১১৩০২২২