আজজ বিকেলে সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মেজর, আবু নাঈম মোঃ তালাত এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার সদর থানাধীন রাবনা বাইপাস ফরিদ মার্কেটের মনি ওয়াকর্শপ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ধৃত আসামী ১। মোঃ সাইদী (২২), পিতাঃ মোঃ বাবলু প্রামাণিক, ২। মোঃ বাবলু প্রামাণিক (৪৮), পিতাঃ মৃত-মহিরউদ্দিন প্রামাণিক, উভয় সাং-বিষ্ণপুর (বাজার সংলগ্ন), থানাঃ জয়পুর হাট সদর, জেলাঃ জয়পুর হাট’দ্বয়কে বিপুল পরিমান ফেন্সিডিল, ০২টি মোবাইল ফোন, ০৩টি সিম কার্ড, নগদ-৮০০ টাকা এবং ০১টি প্রাইভেটকার সহ বাবা ও ছেলে ০২ জনকে গ্রেফতার করেন। আসামীদ্বয় প্রাইভেটকার এর ভিতরে অভিনব কায়দায় গ্যাস সিলিন্ডারের ভিতরে অবৈধ ফেন্সিডিল বহন করে থাকে পরবর্তীতে সাক্ষীদের সম্মুখে গ্যাস সিলিন্ডার কেটে বিপুল পরিমান মাদক দ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে। সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা অভিনব কায়দায় গ্যাস সিলিন্ডারের ভিতরে দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলা সহ বিভিন্ন জেলায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে বলে জানায়। ধৃত আসামীদ্বয় তাদের ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে টাঙ্গাইল জেলা সহ বিভিন্ন জেলায় মাদক সেবীদের নিকট খুচরা এবং পাইকারী মাদক ব্যবসায়ীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী ফেন্সিডিল সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে। প্রেস বিজ্ঞপ্তি।