২৯ জুন ২০২০ তারিখ উপজেলা প্রশাসন, শিবগঞ্জ এর আয়োজনে ও মাননীয় সংসদ্য সদ্যস্যের ঐচ্ছিক তহবিলের আওতায় অসহায়, দু:স্থ গরীব মানুষের মাঝে এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায়- শিবগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরের উন্নয়নের (সংস্কার/মেরামত) জন্য অনুদানের চেক বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে জনাব মো: সাকিব-আল-রাব্বি উপজেলা নির্বাহী অফিসার, শিবগঞ্জের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল, মাননীয় সংসদ সদস্য-৪৩, চাঁপাইনবাবগঞ্জ-০১।
এ সময় সম্মানিত চেয়ারম্যান, উপজেলা পরিষদ শিবগঞ্জ; ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ শিবগঞ্জ; উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা; গণ্যমান্য ব্যক্তিবর্গ-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।