নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের উত্তর মালিতা গ্রামের মৃত তোফা চান ভূইয়ার ছেলে অ্যাড. হুমায়ুন কবির ভূঁইয়া (৭২ ) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর মহাখালী আইসিডিডিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
অ্যাড. হুমায়ুন কবির ভূঁইয়া পরিবার নিয়ে ঢাকার এলিফ্যান্ট রোডে ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি ১৮ জুন করোনায় আক্রান্ত হয়ে ঢাকার আইসিডিডিআরবি হাসপাতালে ভর্তি হন। এছাড়া তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত বলে জানা যায়।
আজ তার মরদেহ পলাশের নিজ গ্রাম উত্তর মালিতা নিয়ে আসা হয়। পরে রাত সাড়ে ৭টায় জানাযার নামাজ শেষে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ও পলাশ উপজেলা নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিনের নির্দেশনায় পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের সার্বক্ষণিক তত্বাবধানে দাফন-কাফন সম্পন্ন হয়।
এসময় এ দাফন কাজে সহযোগিতা করেন পলাশ উপজেলা সেচ্ছাসেবী আলেম সংগঠনের প্রধান মুফতি আব্দুর রহিমসহ তার টিম এবং ফায়ার সার্ভিসের একটি টিম।