দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একদিনে মাদক সহ ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ নবী হোসেন খাঁন এর নির্দেশে এসআই আলনচন্দ্র বর্মনের নেতৃত্বে সংগীয় ফোর্স ধনতলা ( পিডিপি পাড়ার ) কুদরত-ই-খুদা, পিতা-মৃত হামিদুল্লাহ, মিশ্রিগোলা মহল্লার মোঃ জাজাঙ্গীর আলম বাবু, পিতা- মৃত, আজিজুল হক কে গ্রেফতার করে পুলিশ। ৪৮ লিটার চোরাই মদ অটোরিক্সা যোগে বিক্রির উদ্দেশে নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। মামলা নং-১২ তাং-২৯-১২-২০ইং,। উপজেলা স্কুলে চুরির মামলায় ধনতলা (পিডিবি পাড়া) আহসান হাবিব পিতা-মোঃ রায়হানুর রহমানকে গ্রেফতার করা হয়। বোচাগঞ্জ থানার মামলা নং-১১ তাং-২৯-১২-২০ইং,। একই অভিযানে ধনতলা (নতুনপাড়া) থেকে মোঃ মোমিনুল ইসলাম ও মোঃ আশরাফুল উভয়ের পিতা মোঃ আঃ খালেক, বোচাগঞ্জ থানার মামলা নং-৭ তাং-২৫-১২-২০ইং,।
বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ নবী হোসেন খাঁন জানান,জনবল সংকট থাকা সত্বেও পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। সেবার মান আরো উন্নত করতে অপরাধ দমনের পাশাপাশি টহল পুলিশ সহ সকল ক্ষেত্রে মনিটরিং ব্যবস্থা চালু আছে।