কিশোরগঞ্জের তাড়াইলে দুইজন ইয়াবা ব্যবাসায়ীকে গ্রেফতার করেছে তাড়াইল থানা পুলিশ।
জানা যায়, উপজেলার রাউতি ইউনিয়নের পুরুড়া বাজার থেকে রাত ৩ টার সময় অভিযান চালিয়ে দুইজন ইয়াবা ব্যাবসায়ীকে ২০ পিছ ইয়াবা ট্যাবলেসহ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ইয়াবা ব্যাবসায়ীরা হল, উপজেলার রাউতি ইউনিয়নের রাউতি উত্তর পাড়া গ্রামের মৃত আবু চান এর ছেলে রাশেদ মিয়া (৪৭) ও রাউতি মধ্যপাড়া গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে লুৎফুর রহমান (৫০)।
থানা সূত্রে জানা যায়, ইয়াবা ব্যাবসায়ীদের গ্রেফতারের অভিযানের নেতৃত্ব দেন, তাড়াইল
থানার এসআই রাজীব আহমেদ (পিপিএম), এএসআই কামাল আহম্মেদসহ সঙ্গীয় ফোর্স।
তাড়াইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান বলেন, গ্রেফতারকৃত দুইজন আসামির নামে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে কিশোরগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, যারা মাদক ব্যবসা করে, জুয়া খেলে তারা রক্ষা পাবে না। রাতে কিংবা দিনে আমাদের অভিযান অভ্যাহত থাকবে।