নরসিংদীর পলাশ থানার ওসি শেখ মোঃ নাসিরউদ্দিনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো এক স্কুলছাত্রী তার নাম রিয়া আক্তার। সে ৯ম শ্রেনীর ছাত্রী। আজ শুক্রবার (২৬ জুন) দুপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের সেকান্দরদী গ্রামে এ বাল্যবিয়ে বন্ধ করা হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ নাসিরউদ্দিন জানান, রিয়া আক্তারকে বাল্যবিয়ে দেওয়া হচ্ছে খবর পেয়ে থানার এস আই সাইদুর এবং ওই ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান বধুকে নিয়ে ঘটনাস্থলে যাই। পরে বাল্যবিয়ে বন্ধ করে রিয়া আক্তারের মা বাবার কাছ থেকে মুসলেকা নেই।এতে তারা অঙ্গীকার করেন রিয়া আক্তার প্রাপ্তবয়স্ক না হওয়া পর্ষন্ত বিয়ে দিবেন না এবং লেখা পড়া চালিয়ে যাবেন।আজ নরসিংদীর মনোহরদী উপজেলার আল আমীনের সাথে রিয়া আক্তারের বিয়ের কথা ছিলো।
এদিকে পলাশ উপজেলা নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিন বলেন,রিয়া আক্তার গজারিয়া ইউনিয়নের সেকান্দরদী গ্রামের মোবারকের মেয়ে।সে সেকান্দরদী উচ্চ বিদ্যালয়ের ৯ ম শ্রেনীর ছাত্রী।