“আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” এই স্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দেওয়া গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার সালুয়া ইউনিয়নের বাজরা-মাছিমপুর গ্রামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ নির্মাণ কাজ আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়াৎ ফেরদৌসী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সারমিনা সাত্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা. খাদিজা আক্তার, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. মাহবুবুর রহমান, নকশাকার উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) এমএ লায়েছ, ঠিকাদার মো. বদিউল আলম নাঈম প্রমুখ।