উন্নয়ন এর চোয়া লাগেনি দক্ষিণ সুরমা উপজেলার চ্ছিরাকান্দি,,শাহাদত পুর নুরপুর গ্রাম গ্রামের একটি রাস্তার দাবি হাজারও মানুষের।
দক্ষিণ সরমা উপজেলার মোগলা বাজার ইউনিয়ের ৮নং ওয়ার্ড এর গ্রামের চলাচলকরার নেই কোন চলাচলউপযোগী রাস্তা। রয়েছে ছোট একটি রাস্তা। সেখানে পর্যাপ্ত পরিমান মাঠি ইট না থাকায়
বৃষ্টি পড়লেই হয়ে যায় মরনের ঘাটি,এই মরনের ঘাটি দিয়ে প্রতিদিন যাতায়াত করে স্কুল মাদ্রাসা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক ও হাজারও সাধারন মানুষ। ও চোট বড় জানবাহন,
কিন্তু যাওয়ার কোন বিক্ল্প রাস্তা না থাকায় অনেক কষ্ট ও ঝুকি নিয়ে যাতায়াত করতে হয় ওই রাস্তা দিয়ে,মনে হয় কোন সময় কি যেন ঘটে যায়।
বর্ষাকালে বৃষ্টিতে রাস্তা ভিজে চলাচলের সময় পা পিছলে পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনা ঘটতেই থাকে। দীর্ঘদিন ধরে এমন ঘটনা যেন গা সওয়া হয়ে গেছে তাদের। অবস্থা এমন যেন বিহত্তর গ্রামবাসীর যাতায়াতের এই দুরাবস্থা দেখার যেন কেউ নেই। তবে এই রাস্তাঘাট পারাপারের সময় সবচেয়ে সমস্যার সম্মুখীন হয়েছিলেন কোমলমতি শিক্ষার্থী ও বয়স্করা
রাস্তার অভাবে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে ওই গ্রামের ব্যবসায়ী, ছাত্র-ছাত্রী, কৃষকসহ সাধারন মানুষের। এই গ্রামবাসী দাবি করেন এই রাস্তার মাটি ভরাট ও পাকা করন করে দিলে আমাদের এই গ্রামের শত শত মানুষ
সাবধানে চলাচল করতে পারবে, ব্যবসায়ীরা ঠিকমতো বাজারে এসে ব্যবসায় করতে পারবে। চাষীরা চাষের ফসল পরিবহনে করে ঘরে তুলতে সুবিধা হবে। গ্রামবাসী আরো বলেন, আমাদের দীর্ঘ দিনের প্রত্যাশা এই রাস্তা। আমরা দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজাহিদ। মোগলাবাজারইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, খায়রুল ইসলাম, সাইস্তা,৮ নং ওয়ার্ড সদ্যস সাইফুল ইসলাম কিছুদিন আগে ও বলেছেন, রাস্তার কাজ এসেছে কিন্ত সেকাজ কোথায় চলে যায়,কেউ জানেনা ৮ নং ওয়ার্ড একটি অবহেলিত ওয়ার্ড এই ওয়ার্ড এ যে মেম্বার নির্বাচিত হয়েছেন তারাই আংগুল ফুলে কলা গাছ য়েছেন, তাই অত্র উপজেলার সকল বিশিষ্ট ব্যক্তি বর্গের সাথে বার বার আলাপ-আলোচনা করলে উনারা আমাদেরকে বার বার আশ্বাস দিয়েও কোন ব্যবস্থা নেননি। তাই এ ব্যাপারে আমরা বাংলাদেশ সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি। আপনাদের একটু সুদৃষ্টি কামনা এবং সার্বিক সহযোগিতা করলেই এই গ্রামের রাস্তার কাজ হবে এবং হাজারও কষ্ট থেকে মুক্তি পাবে ওই গ্রামের বয়স্ক মুসল্লী সহ সকল শ্রেণী পেশার বাসিন্দারা।